Total Member: 980

এলামনাই নোটিশ (০১ নভেম্বর ২০১৭)

প্রাইম ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর তারিখ পুনঃনির্ধারিত হয়েছে। আগামী ১৭ই নভেম্বর (শুক্রবার) ২০১৭, মিরপুরস্থ ভিআইপি বুফে রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এলামনাই মিলনমেলা।

★অংশগ্রহণ ফি জমা দিতে হবে ১০ ই নভেম্বর ২০১৭ এর মধ্যে★
যারা ইতিমধ্যে এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করেছেন তারা শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি জমা দিয়েই অনুষ্ঠানটিতে যোগদান করতে পারেন। আর যারা এখনো সদস্যপদ গ্রহন করেননি তাদের আহ্বান জানাচ্ছি, https://www.pualumni.org/registration-form লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য।
প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ থাকছে এ আয়োজনে। আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরো কিছু চমক থাকছে অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানে যোগদানের জন্য গুরুত্বপূর্ন তথ্য নিচে দেয়া হলোঃ
যোগদান ফিঃ

সদস্য   ১০০০
সদস্যের স্ত্রী/স্বামী/অতিথি  ১০০০
সদস্যের সন্তান (৪ বছর থেকে ৮ বছর)  ৩০০
সদস্যের সন্তান (৮ উর্ধ্ব)  ৬০০

নিম্নোক্ত ব্যক্তিদের কাছ থেকে সংশ্লিষ্ট বিভাগের এলামনাইরা কুপন সংগ্রহ করতে পারবেন।
ব্যবসায় প্রশাসন বিভাগ – মাহমুদ হাসান নিশান (০১৮১৯৬৯৮৩৯১)
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সি.এস.ই) – এস এম মেহেদী আকরাম (০১৯৭৩২৪৫৪৫০)
আইন বিভাগ – আছিয়া আখতার (০১৮১৭৫৪৪৯৫৩)
ইংরেজী বিভাগ – আব্দুল আওয়াল (০১৯২৫৯৯১০৭৮)
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগ – শুভদীপ দাস (০১৭১১১৭৯৮৭৯)
পুর্নমিলনী কিংবা সদস্যপদ গ্রহন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন এই নম্বরে ০১৭১১৭০৪৮৩৭।
* ফি জমা দেয়ার শেষ তারিখ – ১০ই নভেম্বর ২০১৭
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে একটি সুন্দর ও সার্থক পুনর্মিলনী অনুষ্ঠান উপহার দেয়ার ব্যাপারে প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি আশাবাদী।

যারা ইতিমধ্যে রেজিষ্টেশন করেছে তাদের তালিকা।
www.pualumni.org/puaa-reunion-2017-registered

One Comment on "এলামনাই নোটিশ (০১ নভেম্বর ২০১৭)"

×
Copyright © 2015-2024 Prime University ALUMNI Association. All rights reserved.
Development by Royal Technologies