Total Member: 980

২৮ জুন প্রাইম এলামনাই দের পুনর্মিলনী !!!

আগামী ২৮ জুন ২০১৯ প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন এর পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয় আজকের সভায়! সদস্য প্রতি চাঁদা মাত্র ৫০০/-।
বিশাল কর্মসূচি হাতে নেয়া হয়েছে!!
আলোচনা সভা, স্মৃতিচারণমূলক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতের খাবার, বিকেলের নাস্তা, টি-শার্ট আরও কত কি!!
প্রিয় এলামনাই আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহন একান্তভাবে কামনা করছি।
প্রত্যেককে অনুরোধ করছি নিজ নিজ ব্যাচম্যাটদেরকে আমন্ত্রণ জানানোর জন্য।
সবার প্রাণবন্ত অংশ গ্রহণের মাধ্যমে আসুন পুনর্মিলনী অনুষ্ঠানে সফল করে তুলি!!

দ্রুত আপনার নাম রেজিষ্ট্রেশন করুন!!!!
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৩ জুন ২০১৯

ইব্রাহিম খান
সেক্রেটারি জেনারেল
PUAA
০১৬১৫২১৯৯০০